Abdullah Al Imran এর টেকটিউনস

Friday, January 27, 2012

বিসিএস পরীক্ষার প্রস্তুতি : বাংলা

পোস্টটি লিখেছেন: এম সাখায়েত শাহীন
      সুপ্রিয় ৩২তম বিসিএস পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিন। আপনাদের পরীক্ষার প্রস'তি নেয়ার সুবিধার্থে আজ
‘বাংলা’ বিষয় থেকে ১৮টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক) নীড় সন্ধানী খ) রাইফেল রোটি আওরাত
গ) খোয়াবনামা ঘ) চিলে কোঠার সেপাই
২। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাট্যগ্রন'-
ক) ঝিলিমিলি খ) বাঁধনহারা গ) অগ্নিবীণা ঘ) মুক্তি
৩। জীবনানন্দ দাশের জীবনকাল কোনটি?
ক) ১৯০৩-১৯৭৬ খ) ১৯৩৫-১৯৭২
গ) ১৮৯৯-১৯৫৪ (ঘ) ১৮৭৭-১৯৫৭
৪। বাংলা সাহিত্যে ব্যঙ্গ ধারার সাহিত্য রচনা করেন-
ক) আবুল হাসান খ) আবুল ফজল
গ) উইলিয়াম কেরি ঘ) আবুল মনসুর আহমেদ
৫। ‘সত্য পীরের পাঁচালী’ গ্রন'টির রচয়িতা-
ক) মানিক দত্ত খ) বিজয় গুপ্ত
গ) ভারতচন্দ্র রায় ঘ) বিদ্যাপাত্র
৬। সৈয়দ সুলতান রচিত বিখ্যাত গ্রন' কোনটি?
ক) নবীবংশ খ) ইউসুফ-জোলেখা
গ) গীতরত্ন ঘ) কাব্য জিজ্ঞাসা
৭। বাংলা ছোটগল্পের জনক বলা হয় কোন কবিকে?
ক) মোহিতলাল মজুমদারকে খ) যতীন্দ্রমোহন বাগচীকে গ) মীর মশাররফ হোসেনকে ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরকে
৮। ‘বনি আদম’ গোলাম মোস্তফা রচিত-
ক) কাব্যগ্রন' খ) গদ্যগ্রন' গ) উপন্যাস ঘ) নাটক
৯। কোন বানানটি শুদ্ধ?
ক) বাল্লীকি খ) বাল্মিকী গ) বাল্মীকি ঘ) বাল্মীকী
১০। যেসব অব্যয় বাক্যের অন্যপদের সঙ্গে সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাদের বলা হয়-
ক) সংযোজক অব্যয় খ) অনন্বয়ী অব্যয়
গ) অনুকার অব্যয় ঘ) অনুসর্গ অব্যয়
১১। ‘কালো’-এর প্রতিশব্দ-
ক) প্রলয় খ) দিনেশ গ) শ্যাম ঘ) পৃথ্বি
১২। খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
ক) ১৮টি খ) ২১টি ঘ) ২৩টি ঘ) ২৫টি
১৩। নিম্নোক্ত কোন দু’টি শব্দ বাংলা ভাষা গ্রহণ করেছে চীনা ভাষা হতে?
ক) হরতাল, জয়ন্তী খ) ইমাম, উকিল
গ) আইন, আমীর ঘ) চিনি, চা
১৪। বাক্য কত প্রকার?
ক) দুই প্রকার খ) তিন প্রকার
গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার
১৫। ‘চোখাচোখি’ কোন সমাসের উদাহরণ?
ক) ব্যতিহার বহুব্রীহি খ) নঞ তৎপুরুষ
গ) অব্যয়ীভাব ঘ) উপপদ তৎপুরুষ
১৬। ‘কলির সন্ধ্যা’ বাগধারার অর্থ কী?
ক) শুভ সূচনা খ) শুভ সমাপ্তি
গ) কষ্টের সূচনা ঘ) কষ্টের সমাপ্তি
১৭। ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ?
ক) তুর্কি খ) পর্তুগিজ গ) চীনা ঘ) ফরাসি
১৮। ‘জানিবার ইচ্ছা’-এর বাক্য সংকোচন কী?
ক) জিজ্ঞাসা খ) আগ্রহ গ) ইচ্ছুক ঘ) আগ্রহী
উত্তর : ১. খ ২.ক ৩.গ ৪.ঘ ৫.গ ৬.ক ৭.ঘ ৮.ক ৯.গ ১০.খ ১১.গ ১২.খ ১৩.ঘ ১৪.খ ১৫.ক ১৬.গ ১৭.ঘ ১৮.ক।
তথ্যসূত্র: নয়াদিগন্ত

No comments:

Post a Comment